আগস্টেই স্নাতকে ভর্তি শুরু, অক্টোবরে ক্লাস 

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ আগস্ট থেকে। ৩১ আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

Written by SNS Kolkata | July 8, 2021 3:56 pm

প্রতীকী ছবি (Photo: Getty Images)

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ আগস্ট থেকে। ৩১ আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। অক্টোবরের মধ্যে স্নাতক স্তরের ক্লাস শুরু হয়ে যাবে। 

বুধবার বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিভাবে হবে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি? যতদূর জানা যাচ্ছে বাের্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। যদিও প্রেসিডেন্সির মতন কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে হয়ে যাবে বলে জানা যাচ্ছে। 

পড়ুয়াদের অনলাইনে ভর্তির সময় কোনও অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। স্নাতকোত্তরে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ স্নাতকোত্তরে ক্লাস চালু হয়ে যাবে। তবে অনলাইন না অফলাইন ক্লাস হবে তা নির্ভর কোভিড পরিস্থিতির উপর। 

আগামী ২৬ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে বলে এমনটাই খবর। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।