• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

হাওড়ায় জনসংযোগে রাজ্যপাল, খেলেন চা ও চপ

টোটোয় করে যান হাওড়ার ছোট্ট গ্রাম নাজিরগঞ্জে

শুক্রবার সকালে জনসংযোগে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘জলতরঙ্গ’ কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন রাজ্যপাল। জলপথে এদিন হাওড়ায় যান সিভি আনন্দ বোস। হাওড়ার একটি গ্রামে গিয়ে টোটোয় করে গোটা এলাকা ঘোরেন তিনি। একটি দোকানে চাও খান সিভি আনন্দ।

বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে ছুটে গিয়েছেন রাজ্যপাল। আমজনতার যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সম্প্রতি জলতরঙ্গ কর্মসূচির কথা জানা গিয়েছে। জলপথে বাংলার গঙ্গার পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঘুরবেন রাজ্যপাল। কথা বলবেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে।

Advertisement

জলতরঙ্গ কর্মসূচির অংশ এদিন বাবুঘাট থেকে জলপথে হাওড়া যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। টোটোয় করে যান হাওড়ার ছোট্ট গ্রাম নাজিরগঞ্জে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি   সমাধান এবং পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল। এদিন গ্রামের ছোট্ট দোকানে চা ও চপ খান রাজ্যপাল বোস। পুজো দেন এলাকার একটি মন্দিরে।

Advertisement

সূত্রের খবর নাজিরগঞ্জের পর এদিন হাওড়ার সাঁকরাইল ও বজবজ যাওয়ার কথা রাজ্যপালের। রাজ্যপালকে কাছে পেয়ে স্বভাবতই আপ্লুত স্থানীয়রা। সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী এলাকার মানুষরা।

 

Advertisement