পশ্চিমবঙ্গের ভোটার হতে চান না রাজ্যের প্রথম নাগরিক তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচন কমিশন ও রাজভবন সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার আগে থেকে তিনি কেরলের কোট্টায়াম জেলার ভোটার।
কোনও রাজ্যের রাজ্যপাল পদে যিনি বসেন, তিনি সংশ্লিষ্ট রাজ্যের ভোটার হতে পারেন। এ ক্ষেত্রে রাজভবনের তরফে কমিশনকে আবেদন জানাতে হয়। রাজভবনের আবেদন পেলে সেই রাজ্যের ভোটার তালিকায় রাজ্যপালের নাম যুক্ত করা হয়। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এ রাজ্যের ভোটার হতে চাননি। তিনি কেরলেরই ভোটার থাকতে চেয়েছেন।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পরে বাংলায় হাতেখড়ি নিয়েছিলেন সিভি আনন্দ বোস। তাঁর নামেও রয়েছে বাঙালি ছোঁয়া। নেতাজি সুভাষ চন্দ্র বোসের নামে তাঁর নাম রাখা হয়েছিল। তিনি নিজেও জানিয়েছেন, নেতাজি তাঁর নায়ক। বাংলা শেখার ইচ্ছাপ্রকাশ করে বাংলা ভাষায় হাতেখড়ি নিয়েছিলেন তিনি। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড়
সংশোধন তথা এসআইআর–এর কাজ চলাকালীন রাজ্যের সব ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে পশ্চিমবঙ্গে কোনও এনুমারেশন ফর্ম আসেনি। কারণ হিসেবে জানা গিয়েছে, তিনি এ রাজ্যের নাগরিক না হওয়ায় তাঁর নামে কোনও ফর্ম আসেনি। রাজভবন সূত্রে জানা যায়, কেরলের কোট্টায়াম জেলার ভোটার হয়েই থাকতে চান সিভি আনন্দ বোস।
পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের নাগরিক হয়েছিলেন। তিনি এ রাজ্যে ভোটও দিয়েছিলেন। গত ২০২২ সালে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন। তবে তিনি পশ্চিমবঙ্গের ভোটার হতে না চাওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।