বাংলাদেশ থেকে আসা সোনা পাচার রুখে উদ্ধার আড়াই কোটির সোনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশ সীমান্ত পার করে সোনা পাচারের পরিকল্পনা ছিল। সীমান্তরক্ষী অফিসারদের তৎপরতায় আটকানো গেল ব্যাপক টাকার সোনা পাচার কারবার। ট্রাকে করে সোনা পাচার করা হচ্ছিল। সেই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সোনা। প্রায় ২ হাজার গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এই সোনার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। ঘটনাটি ঘটেছে বনগাঁ পেট্রাপোল সীমান্তের কাছে। ঘটনায় ওই ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিএসএফ বাহিনী।
বিএসএফ সূত্রে খবর, সোমবার রাতে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রাপোল একটি খালি ট্রাক ঢোকে। এরপর ওই খালি ট্রাক দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। ট্রাকটি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে একটি সবুজ প্লাস্টিকে আটকানো ৬টি সোনার বার ও ২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। মোট সোনার ওজন প্রায় ১৯৭৪.৫৪০ গ্রাম|
সোনা উদ্ধারের পর বিএসএফ ওই ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ট্রাক চালক সীমান্ত পার করে যখন আসছিলেন তখন কিছু লোক তাঁকে একটা ব্যাগ ভারতে নিয়ে যেতে বলেন। এর বদলে অধিক টাকার লোভ দেখানো হয় ওই চালককে। টাকার লোভে পড়ে ওই ট্রাক চালক তাঁদের প্রলোভনে রাজি হয়ে যায়। যদিও কারা এই সোনা পাচার করতে বলেছিল, কোথায় এই সোনা পাচার করা হচ্ছিল তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে বিএসএফ বাহিনী ও পুলিশ। এছাড়া সীমান্তবর্তী এলাকগুলিতেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।