• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গড়বেতায় সােনার দোকানে চুরি

গড়বেতা গুঞ্জন সিনেমা হলের পাশে একটি সােনার দোকানে সকাল বেলাতেই দুঃসাহসিক ডাকাতি হয়। দোকানের মালিক পিন্টু পাল জানান ব্যাগে সােনার গহনা ছাড়াও নগদ অর্থও ছিল

প্রতীকী ছবি(PHOTO: Getty Images)

গড়বেতা গুঞ্জন সিনেমা হলের পাশে একটি সােনার দোকানে সকাল বেলাতেই দুঃসাহসিক ডাকাতি হয়। দোকানের মালিক পিন্টু পাল জানান, শুক্রবার সকালে দোকান খুলে গহনার একটি ব্যাগ পাশের একটি আলমারির ওপরে রাখেন।

দুষ্কৃতীরা আশপাশেই ছিল, ধুপ দেওয়ার সময় অন্যমনস্কতার সুযােগ নিয়ে ব্যাগটি নিয়ে পালায়। ব্যাগে সােনার গহনা ছাড়াও নগদ অর্থও ছিল বলে তিনি দাবি করেন।

Advertisement

ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তিনি গড়বেতা থানায় লিখিত অভিযােগ দায়ের করেন। পুলিশ অভিযােগ পাওয়ার পর দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকায় কোনও সিসি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করতে সময় লাগছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

Advertisement