আজ ধনতেরাস। মাথায় কি সোনা কিংবা রুপো কেনার চিন্তা ঘুরছে?
ধনতেরাসের দিন সকাল থেকেই সোনার দোকানগুলিতে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। আপনিও যদি ভেবে থাকেন আজ দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে বাড়িতে হলুদ ধাতু বা সাদা ধাতু তুলবেন, তবে কেনার আগে একটিবার জেনে নিন আজকের দাম।
শনিবার ধনতেরাসের দিন কত যাচ্ছে সোনা রুপোর দাম?
শনিবার ১০গ্রাম ২২ ক্যারেট গয়নার সোনার দাম যাচ্ছে ১ লক্ষ,২৫ হাজার ১০০ টাকা।
অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ১ লক্ষ, ৩০ হাজার ৯৫০ টাকা।
রুপোর দাম চলছে কেজিতে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা।