• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্বাস্থ্য ভবনে আরডিএক্স, ফের হুমকি মেল

সোমবারের পর মঙ্গলবার। পর পর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে স্বাস্থ্য ভবনে। খবর পেয়ে মঙ্গলবারও বিল্ডিংয়ে তল্লাশি শুরু করে বিধাননগর পুলিশ।

সোমবারের পর মঙ্গলবার। পর পর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে স্বাস্থ্য ভবনে। খবর পেয়ে মঙ্গলবারও বিল্ডিংয়ে তল্লাশি শুরু করে বিধাননগর পুলিশ। কিন্তু এ দিনও বিল্ডিং থেকে সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। পর পর দুই বার একই ধরনের ঘটনায় মেল করার উদ্দেশ্য নিয়ে ধন্দ বাড়ছে তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ একটি হুমকি মেল স্বাস্থ্য ভবনে আসে। সেই ইমেলে লেখা ছিল, স্বাস্থ্য ভবনে চারটি আরডিএক্স রাখা আছে। বিকেল ৫টা বিস্ফোরণ হবে। এরপর তড়িঘড়ি বিধাননগর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আনা হয় পুলিশ কুকুর ও বম্ব স্কোয়্যাড। হুমকি মেলের বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাস্থ্য ভবনে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে প্রথমে বিল্ডিংটি সম্পূর্ণ খালি করে দেয়। এরপর সেখানে তল্লাশি চালায়। তবে সোমবারের পর মঙ্গলবারও বিল্ডিং থেকে সন্দেহজনক কিছু উদ্ধার করা হয়নি।

Advertisement

উল্লেখ্য,  সোমবার ভোররাত ৪টে বেজে ১৫ মিনিটে প্রথম হুমকি মেলটি আসে। ডেপুটি ডিরেক্টর হেলথকে এই সংক্রান্ত মেলটি পাঠানো হয়। মেলে জানানো হয়েছিল, ৪টি আইইডি বিস্ফোরণে ৩০ মিনিটের মধ্যে উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন। বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে বিস্ফোরণ। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেলটি সম্পূর্ণ ভুয়ো। সোমবারের পর মঙ্গলবারও তল্লাশি চালিয়ে স্বাস্থ্য ভবন থেকে কিছু উদ্ধার হয়নি।   স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মঙ্গলবার অন্য আর একটি ইমেল আইডি থেকে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।

Advertisement

পর পর দুই দিনের এই হুমকির ঘটনায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিক অনুমান, পুলিশকে হেনস্থা করার জন্য ইচ্ছাকৃতভাবে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ঘটনাটি একেবারেই হালকাভাবে নিতে চাইছে না পুলিশ। এই দু’টি ইমেল পাঠানোর পিছনে কে বা কারা রয়েছেন তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা।

Advertisement