আমি তো তৃণমূলের লোকই ছিলাম। ঘরে ফিরে এলাম। কংগ্রেস ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দিয়ে এমন কথাই বললেন পুরুলিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান শামিম দাদ খান।
শনিবার দুপুরে পুরুলিয়ার দুলমি নডিহায় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মন্ত্রী মানস ভুঁইয়ার হাত ধরে তৃণমূলে যোগদান করেন পুরসভার প্রাক্তন পুরপ্রধান শামিম দাদ খান এবং তাঁর ছেলে প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান। এদিন জেলা নেতৃত্বের উপস্থিতিতে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী।
গত পুরসভা নির্বাচনে পুরুলিয়া পুরসভায় দলীয় টিকিট না পেয়ে অভিমানে তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শামিম দাদ খান ও তাঁর ছেলে সোহেল দাদ খান। বিধানসভা নির্বাচনের মুখে মন্ত্রী মানস ভুঁইয়ার হাত ধরে পুরনো শিবিরেই ফিরলেন তাঁরা। যোগদান করে শামিম দাদ বলেন, আমি তো তৃণমূলই করতাম। মান অভিমান প্রত্যেক বাড়িতে হয়, আমারও হয়েছিল।
তাই আমি দল ছেড়ে ছিলাম। তবে আমি তো তৃণমুলকে ভুলতে পারিনি। তিনি বলেন, আমাদের সমাজের জন্য তৃণমূল অনেক করেছেন। যেখানে আমরা নামাজ পড়ি সেখানে সেড বানিয়ে দিয়েছে। তৃণমূলের অবদান আমি কি করে ভুলতে পারি। মান অভিমান শেষ হয়েছে আবার ফিরে এসেছি। এবার সবার সঙ্গে মিলেমিশে দলের হয়ে কাজ করে যাবো।
মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, পুরুলিয়ায় আজকের দিনটা মিলনমেলায় পরিণত হয়েছে। গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে ভাগ-বাটোয়ারা করা যাবে না। বিজেপি এইটাই করতে চাইছে। একবারের চেয়ারম্যান, দুইবারের ভাইস চেয়ারম্যান এবং ছয় বারের কাউন্সিলর ছিলেন শামিম সাহেব। ছেলে সোহেলকে নিয়ে শনিবার তৃণমূলে যোগদান করেন।