‘যুদ্ধ’ ভুলে কৃষ্ণ প্রেম, রাশিয়া-ইউক্রেনকে মেলালো বাংলার এসআইআর!

নিজস্ব চিত্র

শুভম বোস

রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও পর্যন্ত অব্যাহত, এরই মাঝে ‘এসআইআর’ যুদ্ধে কাঁপছে গোটা বাংলা। আর এই আবহেই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ছুটে এলেন রাশিয়া ও ইউক্রেনের দুই মহিলা। দীর্ঘ ২০ বছর আগে ভারতে এসেছিলেন তাঁরা। এখানে এসে মজে যান হরিনামে। তারপর থেকেই মায়াপুরের ইস্কনে নামকীর্তনে মগ্ন করেন নিজেদের। ২০ বছর ভারতে বসবাস করার পর নাগরিকত্ব পেয়েছেন তাঁরা।

কিন্তু ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করলেও, বঞ্চিত ছিলেন ভোটাধিকার থেকে। এর আগেও ভোটার হওয়ার জন্য আবেদন করলেও সেই আবেদন বাতিল হয়ে যায়। এক সপ্তাহ হয়েছে ভারত সরকারের থেকে মিলেছে নাগরিকত্বের সার্টিফিকেট। আর তারপরেই এই এসআইআর আবহে এবার নিজেদের ভোটাধিকার দাবি করে সিইও দপ্তরের শরণাপন্ন হলেন ওই দুই মহিলা। এদিন রাজ্য নির্বাচনী আধিকারিক তাঁদের গোটা প্রক্রিয়া খুব সুন্দর করে বুঝিয়ে দেন। কীভাবে অনলাইন-অফলাইনে ফর্ম ফিলাপ করতে হবে, তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয় তাঁদের।


প্রসঙ্গত, গোটা পৃথিবী যখন মেলাতে পারেনি ইউক্রেন এবং রাশিয়াকে, তখন বাংলার এসআইআর এই দুই মহিলাকে মিলিয়ে দিল কৃষ্ণ প্রেমের মধ্যে দিয়ে। অবশেষে খুশিতে সেই হরিনাম সম্বল করেই মায়াপুরে ফিরলেন তাঁরা।