রাজ্যে আপাতত জোরকদমে চলছে এসআইআর-এর কাজ। এরই মধ্যে বাংলার ভোটার তালিকা ৬ বাংলাদেশির নাম বাদ দেওয়ার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠাল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এর আগেও কয়েকশো বাংলাদেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স অফিস।
ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস চিঠিতে লিখেছে, বাংলাদেশি সন্দেহে আটক ৬ জনের নথি যাচাইয়ের সময় দেখা যায়, তাঁদের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। অথচ ভোটার কার্ড সহ অন্যান্য নথি পশ্চিমবঙ্গের। সম্ভবত অবৈধ উপায়ে ভোটার তালিকায় নাম তুলেছিলেন তাঁরা। ফরেনার্স অফিসের বক্তব্য, ওই ৬ জন বাংলাদেশির নাম অবিলম্বে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক।
Advertisement
রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। তার মধ্যেই সম্প্রতি নদিয়া, মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সীমান্ত হয়ে বাংলাদেশে পালানোর হিড়িকও দেখা গিয়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারও হচ্ছেন। এবার তাঁদের মধ্যেই ৬ জনের নাম বাদ দেওয়ার কথা বলল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।
Advertisement
Advertisement



