পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে পার্থ ভৌমিকের ভূমিকা দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ এই নেতা নৈহাটি কেন্দ্র থেকে টানা তিন মেয়াদে বিধায়ক হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। মন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদের সচিব এবং বিধানসভার ডেপুটি হুইপ হিসেবে তিনি প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক নেতৃত্ব—দুই ক্ষেত্রেই নিজস্ব ছাপ রেখে চলেছেন। এবারে লোকসভা নির্বাচনে দল তাকে সংসদ হিসেবে প্রার্থী করেছিলেন তাতেও তিনি জয়যুক্ত হয়ে বিরোধীদের জামানাথ বাজেয়াপ্ত করেছে।জনগণের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ এবং ধারাবাহিক মাঠপর্যায়ের কাজ তাঁকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম মুখ্য রাজনৈতিক প্রতিনিধিতে পরিণত করেছে।
বুধবার ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ সূচনা অনুষ্ঠানে এই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বই এবার ঘোষণা করেছেন, ৫ই জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয় প্রকল্পের নতুন অধ্যায়। পার্থ ভৌমিক জানান, এই দিনটি তৃণমূল কর্মী–সমর্থকদের কাছে আবেগের, দায়বদ্ধতার, এবং মানবিকতার প্রতীক; তাই বিশেষ এই দিনেই মানুষের জন্য নতুন স্বাস্থ্য পরিষেবা শুরু করার মধ্য দিয়ে তাঁরা নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চান। তাঁর কথায়, সেবাশ্রয় শুধু একটি স্বাস্থ্য শিবির নয়—এটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার এক মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সাফল্যের সঙ্গে ‘সেবাশ্রয়’ প্রকল্প শুরু করেছেন এবং মানুষের দরজায় দরজায় স্বাস্থ্য পরিষেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই পথ অনুসরণ করেই ব্যারাকপুরে চালু হচ্ছে ‘ব্যারাকপুর সেবাশ্রয় মডেল’। এই উদ্যোগের সূচনা হবে হালিশহর থেকে, যেখানে স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য–সংক্রান্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে বিশেষ পরিষেবা দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে। পার্থ ভৌমিক স্পষ্ট জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল তাঁদের সামনে উদাহরণ স্থাপন করেছে—দায়িত্ব, দক্ষতা ও সহানুভূতির ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।