ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গের তামপাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস। উত্তুরে শীতল হাওয়ার দখলে হওয়ায় কলকাতা-সহ গোটা বাংলার তাপমাত্রা হু হু করে কমছে। আগামী কয়েকদিন এমনই শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কুয়াশার কারণে অনেকটা কমে আসতে পারে দৃশ্যমানতাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রায় পতন ঘটতে পারে।
শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেলাগুলিতে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। যা স্বাভাবিকের তুলনায় কম। গত মঙ্গলবার ২০ ডিগ্রি সেলসিয়াসের ছিল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামে। শুক্রবার সামান্য বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে বেশ কিছু জায়গায় কুয়াশার প্রভাব থাকবে। তবে বেলা বাড়তেই তা উধাও হয়ে যাবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে। এই চার জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত। সকালের দিকে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্যা হতে পারে ট্রেন চলাচলেও। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দু’ডিগ্রি নামবে।
শনিবার থেকে আরও কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের মতে, পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে কলকাতা-সহ বাংলায় আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে তাপমাত্রা একধাক্কায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। স্বাভাবিকভাবেই বাড়বে শীতের আমেজ। সকালে কুয়াশা থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বেশি থাকার ইঙ্গিত। তবে বেলার দিকে পরিষ্কার আকাশ এবং রোদের দেখা পাওয়া যাবে। এখনও স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা।
কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার সকালের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ ক্ষেত্রেও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। মালদহে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সকালে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় কুয়াশার সম্ভাবনা।