• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধ্বজা উত্তোলকদের ১০ লক্ষ টাকার বিমা ঘোষণা

জগন্নাথধামে পুজো শেষ করে মুখ্যমন্ত্রীর হাতে ধ্বজা তুলে দিয়েছিলেন রাজেশ দৈতাপতি। সেই ধ্বজা অভিজ্ঞ ধ্বজা উত্তোলক বিভূতি দাসের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব চিত্র

দিঘার মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলকের জন্য মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মন্দিরে যেভাবে প্রতিদিন ধ্বজা উত্তোলনের বন্দোবস্ত থাকে ঠিক সেই ভাবেই দিঘাতেও প্রতিদিন বিকেলে ধ্বজা পরিবর্তন করা হবে। এই কাজের জন্য ৩ জন ধ্বজা উত্তোলককে নিয়োগ করা হয়েছে। নিজেদের কাজের জন্য তাঁরা পারিশ্রমিকও পাবেন। ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রী তাঁদের জন্য বিমা ঘোষণা করে মানবিক পদক্ষেপ নিয়েছেন।
জানা গিয়েছে, পুরীর মন্দিরে যাঁরা বংশপরম্পরায় ধ্বজা উত্তোলন করেন তাঁদের মধ্যেই ৩ জনকে দিঘায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার জগন্নাথধামে পুজো শেষ করে মুখ্যমন্ত্রীর হাতে ধ্বজা তুলে দিয়েছিলেন রাজেশ দৈতাপতি। সেই ধ্বজা অভিজ্ঞ ধ্বজা উত্তোলক বিভূতি দাসের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি সেই ধ্বজা নিয়ে মন্দিরের উপরে উঠে ধাতব শ্রী চক্রে উত্তোলন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী সহ বাকিরা নিচেই দাঁড়িয়ে দেখছিলেন। মুখ্যমন্ত্রীর চোখে মুখে তখন উৎকণ্ঠা ধরা পড়ছিল। ধ্বজা উত্তোলকরা নিচে নেমে আসতেই মুখ্যমন্ত্রী তাঁদের মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমার কথা ঘোষণা করেন।

Advertisement

Advertisement