তৃণমূলের অন্দরে শিল্পী বয়কট নিয়ে নানা মত উঠে এসেছে। কখনও কুণাল ঘোষ, কখনও ব্রাত্য বসু নিজেদের মত প্রকাশ করেছেন। কুণাল ঘোষ আরজি কর কাণ্ডের সময় যে শিল্পীরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে কুরুচিকর আক্রমণ করেছেন, তাঁদের বয়কটের পক্ষে সওয়াল করেন। যদিও, তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনও শিল্পীকে
বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করেন না তিনি। এমনকি দল থেকে এ বিষয়ে কোনও নির্দেশও দেওয়া হয়নি। এই প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বক্তব্যকে প্রকাশ্যেই সমর্থন করেন। অন্যদিকে, যেসব শিল্পীরা এই বয়কটের সম্মুখীন হয়েছেন, তাঁরা অভিযোগ করেছেন যে তাঁদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে এবং পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
Advertisement
এই বিতর্কের মধ্যেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, এক বাক্যে তিনি বলেন, ‘আমার কর্পোরেশনের কোনও ফাংশন হলে ডেকে নেবো।’ মেয়রের এই মন্তব্য শিল্পী বয়কট প্রসঙ্গে তৃণমূলের অভ্যন্তরে এক ভিন্ন সুরের ইঙ্গিত দেয়। তবে ফিরহাদের বক্তব্যে স্পষ্ট, দলের শীর্ষ নেতৃত্ব শিল্পীদের প্রতি নমনীয় মনোভাব পোষণ করছেন।
Advertisement
Advertisement



