আনন্দপুরের গুলশন কলোনির রঙের গুদামে আগুন, আগুন নিয়ন্ত্রণে

আনন্দপুরের গুলশন কলোনির রঙের গুদামে ভয়াবহ আগুন লাগে। শুক্রবার সকাল ১০টায় আচমকাই গুলশন কলোনির একটি ফ্ল্যাটের নীচের রঙের গুদাম আগুন জ্বলতে দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। গুদামে দাহ্য পদার্থ ও নানা ধরনের রাসায়নিক মজুত থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়ে। ঘিঞ্জি আবাসনের ভিতরে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। সাধারণ জলে আগুন নেভাতে সমস্যা হওয়ায় দমকলকর্মীরা বিশেষ রাসায়নিক মিশ্রিত জল ব্যবহার করেন। গুদামের ভেতরে থাকা রাসায়নিক উপাদান আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে, তাই সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে দমকল বাহিনী।

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের এই রঙের গুদামের উপরে ও আশপাশে একাধিক বহুতল আবাসন রয়েছে। বিপদের আশঙ্কায় দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।সূত্রের খবর, দোতলা থেকে কোনও মতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। দমকলের আটটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।