• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

মালদহের কালিয়াচকে প্লাস্টিকের গুদামে আগুন! ভস্মীভূত ৩টি গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মঙ্গলবার গভীর রাতে তিনটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে

মালদহের কালিয়াচকে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে তিনটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। পোড়া গন্ধে স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে গুদামের অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকলবাহিনীর অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। গুদামে প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল। তাই অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে যায়।

Advertisement

মঙ্গলবার রাত ১টা নাগাদ গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রথমে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন আনা হয়। গুদামগুলিতে মূলত প্লাস্টিক সামগ্রী মজুত রাখা ছিল। সবই প্রায় আগুনে পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

Advertisement

এদিকে দুর্ঘটনার জেরে বুধবার ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্র্যাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement