পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে খড়গপুরে এক অভিনব মিছিলের আয়ােজন করে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি, এআই ওয়াইএফ এবং এওয়াইএসএফ।
গরুর গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির কুশপুতুলে জুতাের মালা ঝুলিয়ে এবং তার হাতে পেট্রোল পাম্পের নকল নজল দিয়ে এই মিছিল ডিভিসি গেট থেকে শুরু হয়ে এক কিমি পথ পেরিয়ে আইআইটি বাইপাসে রাষ্ট্রায়ত্ত সংস্থার একটি পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়।
Advertisement
আয়ােজকদের তরফে শেখ আয়ুব আলি বলেন, প্রতিদিন পেট্রোপণ্যের দাম বাড়ছে। পেট্রোল একশ পেরিয়েছে। ডিজেলও একশ ছুই ছুঁই। ফলে বাজারে নিত্যপ্রয়ােজনীয় সামগ্রী শাকসবজির দামও বাড়ছে। সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তাই আজকের এই প্রতিবাদ মিছিল।
Advertisement
Advertisement



