‘রাজনীতি ছাপিয়ে যাচ্ছে অর্থনীতিকে’ ট্রাম্প প্রসঙ্গে জয়শংকরের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিকে ঘিরে অনিশ্চয়তা এবং টানাপোড়েন চলছেই। এই পরিস্থিতিতেই এবার নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে সমালোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত—ওয়াশিংটনের আচরণ ও সিদ্ধান্তের জন্যই আলোচনার অগ্রগতি থমকে রয়েছে। জয়শঙ্কর বলেন, ‘বর্তমান বিশ্বে রাজনীতি ক্রমশ ছাপিয়ে যাচ্ছে অর্থনীতিকে।’ পাশাপাশি, বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।

শনিবার একটি অনুষ্ঠানে অংশ নিতে আইআইএম কলকাতায় উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি যুগে বসবাস করছি, যেখানে রাজনীতি ক্রমশ অর্থনীতিকে ছাপিয়ে যাচ্ছে। এই অনিশ্চিত বিশ্বে আমাদের জাতীয় চাহিদা পূরণের জন্য সরবরাহের উৎসগুলিকে ক্রমাগত বৈচিত্র্যময় করে তুলতে হবে।

ভারত আত্মনির্ভর হওয়ার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে। দেশ বিভিন্ন শিল্পের উৎপাদন কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করবে।’ এরপরই নাম না করে ট্রাম্পকে নিশানা করেন তিনি।বলেন, ‘আমেরিকা এখন বিভিন্ন ক্ষেত্রে নতুন শর্তাবলী নির্ধারিক করছে। এক একটি দেশের সঙ্গে এক একরকম ভাবে আচরণ করছে। আলাদা আলাদা শর্ত চাপাচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে ধারাবাহিক আলোচনা চলেছে। দু’পক্ষই ইঙ্গিত দিচ্ছে যে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে সমস্যা পুরোপুরি কাটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার পর থেকেই বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের ঘোষণা করেছিলেন।

যার ধাক্কা এসেছে ভারতের দিকেও। কয়েকটি ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন তিনি। পরে অবশ্য ঘরোয়া বাজারের চাপ এবং বাণিজ্য মহলের উদ্বেগে কিছুটা নরম হয় মার্কিন অবস্থান। সমাধান খুঁজতে আবারও আলোচনার পথে হাঁটছে দুই দেশ। ঠিক এই প্রেক্ষাপটেই, জটিলতা অটুট থাকার কথা উল্লেখ করে নাম না করেই ট্রাম্পকে একরকম কটাক্ষ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।