ক্ষুব্বধ মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছে রাজ্য

ক্ষুব্বধ মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছে রাজ্য

দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারে খুনে অভিযুক্ত এসএসবি কম্যান্ডটের আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানা থেকে অভিযুক্ত কম্যান্ডটকে ছিনতাই করে সহকর্মীরা এসএসবি ক্যাম্পে আশ্রয় দিয়েছিল।
আর এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এহেন আচরণের প্রতিবাদ করে কেন্দ্রকে কড়া চিঠি পাঠাচ্ছে রাজ্য সরকার। তনিদিনের উত্তরবঙ্গ সফর শেষে শুক্রবার বিকেলে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে তিনি কেন্দ্রীয় সরকারের কম্যান্ডটের আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মনে করেন, আইন শৃঙ্খলার বিষয়টি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীন। কেন্দ্র এইভাবে সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারে না।
আইজি অনুজ শর্মা অভিযুক্ত কম্যান্ডটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার তিনি আইজিকে কম্যান্ডটের সমস্ত ঘটনার কথা জানিয়েছেন।
আইজি আইনশৃঙ্খলা জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ওই অফিসারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে উচ্চপর্য্যায়ের তদন্ত হবে।