শনিবার কলকাতায় সামান্য হলেও কমেছে তাপমাত্রা। তবে এখনই শীতের প্রত্যাবর্তন ঘটবে না বঙ্গে। শীতের আমেজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। রাজ্যের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব এখনই পড়ছে না দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাব বঙ্গোপসাগরেও কিছুটা পড়বে। সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র খানিকটা উত্তাল রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে।
মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণাবর্তের প্রভাব সরাসরি পড়বে না রাজ্যের উপর। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙে কিছু এলাকায় রবিবার সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া, আর কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ঘূর্ণাবর্তের প্রভাব সরাসরি পড়বে না রাজ্যের উপর। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙে কিছু এলাকায় রবিবার সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া, আর কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।