পুজোর আগে অনুদান  পেয়ে খুশি উদ্যোক্তারা

বাজল পুজোর ঘণ্টা। ঢাকে কাঠি পড়ল বলে। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি তুঙ্গে। প্রতিমার সাজসজ্জাও প্রায় শেষের পথে। এই আবহে পুজোর ঠিক কয়েকদিন আগেই উত্তরপাড়া থানা এবং ডানকুনি থানা এলাকার প্রায় সব দুর্গাপুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হল পুজোর অনুদান। অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বছর থেকে পুজো-ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু করেছেন সে বছর থেকে একাধিক ক্লাব আরও ভালো করে পুজো করার কথা ভেবেছে। এ বছর আরজি কর আবহে বেশ কিছু ক্লাব অনুদান ফেরালেও অধিকাংশ ক্লাবই স্বতঃস্ফূর্তভাবে অনুদান গ্রহণ করতে এগিয়ে এসেছে। গত বছরের তুলনায় এ বছর অনুদানের পরিমাণও বেড়েছে। ৭০ হাজার টাকা থেকে তা বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা। গোটা পশ্চিমবঙ্গে ৪৩ হাজারেরও বেশি ক্লাবকে ৮৫ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার কথা। সেই মতোই উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদবের উদ্যোগে গণভবন হলে দুর্গাপুজোর অনুদানের চেক বিতরণ করা হল। উত্তরপাড়া থানা এবং ডানকুনি থানা এলাকার মোট ২০টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, এই তালিকায় আরও বেশ কয়েকটি পুজো কমিটি রয়েছে। খুব শীঘ্রই তারাও অনুদান পাবে। এই অনুষ্ঠানে পুজো উদ্যোক্তাদের  হাতে চেক তুলে দেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এছাড়াও ছিলেন ডি.সি.পি ঈশানি পাল, ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস,  উত্তরপাড়া থানার অন্যান্য পুলিশকর্মী-আধিকারিক এবং অন্যান্য কাউন্সিলার সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুদানের চেক তুলে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।