রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট দুই জেলার জেলাশাসক এবং জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক (ডিইও)কে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। কমিশন আরও রিপোর্ট দাখিল করার কথাও বলেছে।

প্রসঙ্গত, বারুইপুর পূর্ব কেন্দ্রের ইআরও ও এইআরও হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী ও তথাগত মণ্ডল। ময়না কেন্দ্রে ওই দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। তাঁদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চারজনের বিরুদ্ধে মূল অভিযোগ হল ভোটার তালিকায় ‘অনিয়ম’। পাশাপাশি, ভোটার নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছেন।


গুরুত্বপূর্ণ বিষয় হল, আগে কমিশন এই চারজনকে সাসপেন্ড করেছিল এবং রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছিল এই ব্যবস্থা কার্যকর করতে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, ‘আমি কারও কোনও পানিশমেন্ট (শাস্তি) হতে দেব না।’ ফলে ওই নির্দেশ কার্যকর হয়নি। এবার দিল্লি থেকে সরাসরি জেলাশাসক ও ডিইও-দের নির্দেশ দেওয়া হয়েছে এফআইআর দায়েরের জন্য।

এ ঘটনা ভোটার তালিকা সংক্রান্ত স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়ার সততার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।