বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআরে ব্যবহার করা যাবে না

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না। জানাল নির্বাচন কমিশন। ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাই কোর্ট। ওই সব সার্টিফিকেট এসআইআরের কাজে ব্যবহার নয় জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের এমনই জানাল কমিশন। এসআইআর এ কাটলো ওবিসি জট।

আদালতের রায় মেনে মান্যতা পাবে ৬৪ টি ক্যাটাগরি। যা এসআইআর প্রক্রিয়ায় প্রমাণ পত্র হিসেবে গৃহীত হবে, সিদ্ধান্ত কমিশনের। সম্প্রতি আদালতের তরফে ৬৪ টি ক্যাটাগরিকে চিহ্নিত করে দেওয়া হয়। হাইকোর্টের রায় অনুযায়ী ৬৪ টি ক্যাটাগরিকে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের মান্যতা অনুযায়ী, একইভাবে ৬৪টি ক্যাটাগরিকেই এবার এসআইআর প্রক্রিয়ার প্রমাণ পত্র হিসেবে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন।