বেহালার ফ্ল্যাটে বৃদ্ধাকে গলা কেটে খুন, আয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ

প্রতীকী চিত্র

খাস কলকাতায় ফের নৃশংস হত্যাকাণ্ড। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্টিটে একটি ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অনিতা ঘোষ, বয়স ৬৪ বছর। সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিতা ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ স্বামী অরূপ ঘোষের সঙ্গে ওই ফ্ল্যাটেই থাকতেন। স্বামী শয্যাশায়ী হওয়ায় তাঁদের দেখাশোনার জন্য বাড়িতে আয়া ও পরিচারিকা নিযুক্ত ছিলেন। সোমবার সকালে পরিচারিকা ঘরে ঢুকেই রক্তাক্ত অবস্থায় অনিতাকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানান এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, ফ্ল্যাটের একটি ঘর পুরোপুরি লণ্ডভণ্ড। আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটপাটের উদ্দেশ্যেই এই খুন হয়ে থাকতে পারে। বাধা পাওয়ায় আততায়ীরা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার গলা কেটে তাঁকে খুন করে বলে সন্দেহ। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে এক আয়া উপস্থিত ছিলেন।

তাঁর ভূমিকা নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত খুনের সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের ব্যক্তিদের পরিচয় স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় সম্পর্কে আরও তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।