ভাইপোর পিএ’র কাছে ইডি’র ফোন আসছে বিনয় মিশ্র কোথায়: শুভেন্দু

আমাদের যত কালাে পতাকা দেখাবে। কুরুচিপূর্ণ মন্তব্য করবে। ঘৃণ্য প্রচার কুৎসা রটাবে তত মানুষের আশীর্বাদ নেমে আসবে। হতাশায় ভুগছে সব।

Written by SNS South 24 Parganas | February 3, 2021 5:32 pm

শুভেন্দু অধিকারী (Photo: IANS)

আমাদের যত কালাে পতাকা দেখাবে। কুরুচিপূর্ণ মন্তব্য করবে। ঘৃণ্য প্রচার কুৎসা রটাবে তত মানুষের আশীর্বাদ নেমে আসবে। হতাশায় ভুগছে সব। আত্মবিশ্বাস কমেছে। যদি সাধারণ মানুষ তােমাদের ভােটে জেতাবে, তাহলে এত ভয় পাচ্ছে নে? আমাদের জুতাের মালা পরাবে, ভাববাে সাধারণ মানুষ ফুলের মালা পরাচ্ছে। সম্মান নিয়ে স্বাধীন ভাবে কাজ করার সুযােগ পাইনি। তারই মধ্যে কাজ করেছি। মানুষের জন্য কাজ করতে চাই, তাই ভারতীয় জনতা পার্টিতে।

আপনারা তাে বামেদের চৌত্রিশ বছর তৃণমূলের দশ বছর দেখেছেন। বিজেপি কে পাঁচ টা বছর দিন কাজ না করালে পাল্টে দেবেন। ছেড়ে আসা দলের কারাের নাম না করে শাসকদলের শীর্ষ নেতৃত্বের ওপর কটাক্ষ হেনে মঙ্গদ্বার বারুইপুর রবীন্দ্র ভবন এর উল্টোদিত্রে নিউ ইন্ডিয়া মাঠে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজীব ব্যানার্জী। জানালেন, কেন্দ্রের সাথে সংঘাতে গিয়ে দোষারােপ করায় রাজ্যের সার্বিক উন্নয়ন হয়নি। বামেরা এক সময় এটা করেছে। বর্তমান শাসকদল ও তাই করছে।

শুধু ভুল করছে না। তােলাবাজ ললে রেগে যাচ্ছে। নারুলা ম্যাডাম কে? এই দেখুন সব প্রমাণ আমার হাতে। আপনাদের দিয়ে দেবাে। থাইল্যান্ড এর ব্যাঙ্কে কোন তােলাবাজির টাকা কার নামে জমা হচ্ছে। আমরা সব শ্রমিক মৌমাছি। আর আপনি রানী মৌমাছি দু হাজার এগারাে তে এসেই। একজন জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছে আর একজন তােলাবাজ বললে। আজ ডায়মন্ড হরের দীপক হালদার মলতার ভক্তরাম মন্ডল সহ অনেকে যােগ দিল।

এরপর সাগর কান্ধীপ পাথরপ্রতিমা রেডি। এই জেলার একত্রিশ এ একত্রিশ পাবে বিজেপি। ওদের বুদ্ধি ভোঁতা হয়ে গেছে। পাঁচশাে কোটি টাকা নিয়ে লােক এনে দল চালাচ্ছে। ওদিকে থানার আইসি ওসি বা বলছেন যুব তৃণমূল করাে। আবার তােলাবাজ ভাইপাের পিএ’র কাছে ইড়ি’র ফোন আসছে কিনা মিশ্র কোথায়? এই বারুইপুরের সভায় দাঁড়িয়ে বলে যাচিছ, আমার নামে কুলতলির সভায় বলা! কুলতলির ওই মাঠেই সভা করে আরো জবাব দেবাে।

এই জেলার বিজেপির সুনীপ দাস ব্যবস্থা করুক। গলা ফাটিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিবো জমা ক্ষোভ উগরে দিলেন বিজেপির নতুন রাম শুভেন্দু অধিকারী। এদিন বারুইপুরে বিজেপির সভা মঞ্চ থেকে শুভেন্দু ও বাজীৰ কে রাম লক্ষণ শিরােপা দেওয়া হয়।

কারাে দেওয়া নামের শিরােপা নয়, তিনি যে অলরাউন্ডার ঠান্ডা মাথার ভালাে ক্রিকেটার নিজেই জানালেন শাসকদলের একদা চাণক্য বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় । বললেন, ব্যাট ছেড়ে দিচ্ছি না। রিটায়ার করবাে না। স্লগ ওভারে খেলবাে। সময় অনেক আছে।

তৃণমূল কংগ্রেস থেকে আসা হেভি ওয়েট সদ্য বিজেপি। নেতৃবৃন্দ বারুইপুরের সভায় বেশি সময় নিয়ে বললেও বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু এদিন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে জানিয়ে দেন, বারুইপুরে রােহিঙ্গাদের কলােনী বানানাে হয়েছে। এ রাজ্যে দু কোটি রােহিঙ্গার নাম ভােটার লিস্ট এ উঠেছে। সব আমরা বাদ দেবাে। বাংলা বাঁচানাের লড়াই। এ রাজ্য কে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবাে না। এ দেশের বাসিন্দা মুসলমানরা এদেশে থাকবেন। প্রধানমন্ত্রী রেশন গ্যাস শৌচাগার শুধু হিন্দু দেখে দেয় নি হিন্দু মুসলমান সবাই পেয়েছে।

এদিন শুভেন্দুর ইশিয়ারি, জাহাঙ্গীর মেহবুব শওকত রানাের দিন শেষ। এবার ভােট ঠিকঠাক হবে। তােলাবাজ দের দিয়ে কাজ বন্ধ হবে। বারুইপুরের আর একটা বড় ভােলাবাজ গৌতম বাবু। চেনেন তাে সব। আজ আমাকে যারা বারুইপুরে কালাে পতাল দেখালাে তাঁদের মুখ গুলাে গাড়ির গতি কমিয়ে চিনে রাখলাম। সবাই কে চিনে রাখা দরকার তো!

দরকার মাথা ঠান্ডা রাখা বােঝালেন তরুণ নেতা রাজীব ব্যানার্জী। মৃদু লয়ো কথার স্কুল ছুঁড়ে দিলেন শ্রদ্ধা রাখা দিলির নাম না করে, আপনি তাে সব সময়ে বলেন, নিরানব্বই শতাংশ কাজ হয়ে গেছে। তাহলে একশাে শতাংশ কাজ বিজেপি করুক। একদিকে রবীন্দ্র সংগীত বাজাবেন। অন্য দিকে বিরােধী দলের মাথায় লাঠি পড়বে এটা হয় না। পাঁচ লক্ষ শূন্য পদ পড়ে আছে। ওদিকে চাকরি হচ্ছে চুক্তি ভিত্তিক। শিক্ষকরা পথে বসে আন্দোলন করছে। একশাে দিনের কাজে এক নম্বর বলছে, এতে সরকারের ব্যর্থতা। গাধার খাটনি।

সাম্প্রদায়িকতার চেয়েও বড় প্রাদেশিকতার আগুন। এরপর তাে বাঙালিরা বাইরে কাজে গেলে কথা শুনতে হবে। নানা ভাষা নানা মত জেনে বড় হয়েছি আমরা। বঙ্গ ভুল সিদ্ধান্তের জন্য টি এম সি শেষ হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই বিল ইঞ্জিন এর সরকার গড়ি। কেন্দ্রে ও রাজ্যের এক সরকার। তবেই হবে বাংলার প্রকৃত উন্নয়ন।