আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি, গেলেন মুখ্যমন্ত্রী

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দপ্তর এবং  প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। দুপুর ১২টা নাগাদ তল্লাশি চলার সময়ে হঠাৎই প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।  মমতা পৌঁছোনোর মিনিট পাঁচেক আগেই সেখানে পৌঁছোন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও।

সকাল থেকেই প্রতীকের বাড়িতে অভিযান চলছিল।  বেলা ১২টা নাগাদ সেখানে পৌঁছোন কলকাতার পুলিশ কমিশনার। তার কয়েক মিনিটের মধ্যে যান মুখ্যমন্ত্রী। তবে প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটেই বেরিয়ে আসেন মমতা। তখন তাঁর হাতে ছিল একটি সবুজ ফাইল।

বাইরে এসে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল। আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন। আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’