• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব ইডি’র!

নিষিদ্ধ এই অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্ত প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করল ইডি। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার জন্য কেন্দ্রের আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠিয়েছে বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়ক ও প্রযোজককে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে কর্নাটকে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কর্ণাটকের বেআইনি বেটিং ও গেমিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন বাংলার এই হ্যান্ডসাম অভিনেতা। তবে শুধু অঙ্কুশ নন, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত কয়েকমাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যের চলচ্চিত্র জগতের অভিনেতা, শিল্পী ও প্রযোজকদের তলব করছে ইডি। তালিকায় রয়েছেন কপিল শর্মা, বিজয় দেবেরাকোন্ডা, রানা ডগ্গুবতির মতো তারকারা। পূর্বেই তাঁদের তলব করা হয়েছে। এবার ডাক পড়ল টলিউডের চনমনে নায়ক অঙ্কুশ হাজরার।

Advertisement

প্রসঙ্গত, নিষিদ্ধ এই অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্ত প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

এই মুহূর্তে পুজোয় রিলিজ করছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২। ছবিটি আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। সেজন্য এই ছবির প্রচার নিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন অঙ্কুশ। এই ছবির যেখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। পাশাপাশি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে এতদিন দেখা মিলছিল অভিনেতার।

Advertisement