সুজিত বসুর অফিসে ইডির হানা

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিল ইডি। শুক্রবার সকালে সুজিতের অফিস সহ কলকাতার মোট ১০টি জায়গায় অভিযানে নামে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। দমকল মন্ত্রীর পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের দাবি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই সুজিতের অফিসে হানা দিয়েছে ইডি।

নিউ আলিপুরে কলকাতা হাইকোর্টের এক বিশিষ্ট আইনজীবীর বাড়িতেও চলছে ইডির তল্লাশি। পাশাপাশি শরৎ বোস রোড, ঠনঠনিয়া এবং গিরিশ পার্ক থানা এলাকার 8এ সরকার লেনেও অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রের খবর ওই এলাকায় এক প্রভাবশালী চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে চলছে তল্লাশি। প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। ২০২৪ সালে দমকলমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা।