আগামিকাল জামিন শুনানির আগে কারামন্ত্রীকে চাপে ফেলতে মাঠে ইডি

ফাইল চিত্র

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে ফের সক্রিয় হল ইডি। মন্ত্রীর দাবি, তাঁর আয়ের একমাত্র উৎস কৃষিকাজ। সেই দাবির সত্যতা যাচাই করতেই শুক্রবার দুপুরে হঠাৎই বীরভূমের পাইকরের কৃষি দপ্তরে হাজির হন ইডি আধিকারিকরা।

সূত্রের খবর, দুপুর বারোটার কিছু পর তিনটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পাইকরের কৃষি বিভাগের সহ-অধিকর্তার দপ্তরে পৌঁছন ইডি আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক দপ্তরের ভিতর থেকে কৃষি সংক্রান্ত নানা নথি ও তথ্য সংগ্রহ করেন তাঁরা। উদ্দেশ্য একটাই, মন্ত্রীর বয়ানের সঙ্গে বাস্তবের মিল খুঁজে বের করা।

ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ১০০ জন চাকরিপ্রার্থীর নাম পাওয়া গিয়েছিল। কিন্তু কুন্তলের দাবি, সেই তালিকা এসেছিল চন্দ্রনাথের কাছ থেকে। শুধু তাই নয়, মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল হয়েছে।


গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চন্দ্রনাথ। আগামীকালই তাঁর জামিন বহাল থাকবে কি না, তা নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। ঠিক তার আগের দিনই ইডির এই তল্লাশি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ওয়াকিবহাল সূত্রের দাবি, ইডি চাইছে আদালতের সামনে আরও প্রমাণ হাজির করে মন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলতে। চন্দ্রনাথের দাবি, ‘আমি কৃষিকাজ করেই সংসার চালাই’। কিন্তু সত্যি কতটা বিশ্বাসযোগ্য, সেই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।