হাইকোর্টে আইপ্যাকের মামলা খারিজের দাবি ইডির

কলকাতা হাই কোর্টে আইপ্যাক মামলা আপাতত মুলতুবি রাখা হোক, মামলার শুনানিতেই আদালতে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। রাজ্যের তরফে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। শুনানিতে এই যুক্তি দেখিয়ে হাই কোর্টে মামলা খারিজ করার আবেদন ইডির। পালটা হাইকোর্টেই শুনানির পক্ষে সওয়াল তৃণমূলের। কলকাতা হাইকোর্টে আইপ্যাক-কাণ্ডের জোড়া মামলার শুনানি চলছে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে রয়েছেন ইডির আইনজীবী এসভি রাজু।

ইডির আইনজীবী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি বাজেয়াপ্ত করেছেন। তাঁকে মামলায় যুক্ত করা না-হলে তৃণমূলের মামলা গ্রহণযোগ্যই হতে পারে না। তৃণমূলের হয়ে মামলাটি করেছেন শুভাশিস চক্রবর্তী। তাঁর মামলা করার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবী। তিনি আদৌ ঘটনাস্থলে ছিলেন কি না, প্রশ্ন তোলা হয়েছে।