খনি অঞ্চলে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে দিনদিন। কিছুদিন আগেই অন্ডালের এক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সমেত গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ। তৎপর আসানসােল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
মাদকপাচার করাকালীন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার পুলিশ, উদ্ধার হয়েছে মাদকদ্রব্যও শনিবার রাতে অন্ডালের উখরা ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা গােপন সূত্রে খবর পেয়ে প্রায় রাত্রি ১২ টার সময় অন্ডালের বাঁকোলা শ্মশান এলাকা থেকে মাদকসহ পাকড়াও করল এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রের খব্ব ওই পাচারকারীর থেকে ২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। জানা গেছে মাদক পাচারকারী ব্যক্তির নাম শেখ বদরুদ্দিন। আটক করা হয়েছে তার মােটরবাইকটিও।