• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মালদহে মাদক সহ গ্রেপ্তার ত্রিপুরার যুবক

বাজার মূল্য আনুমানিক ৪৬ লক্ষ টাকা হলেও কালো বাজারে এর দর প্রায় দেড় কোটির কাছাকাছি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অপু দাস নামে ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা এক যুবককে।

প্রতীকী চিত্র

চিনে বাদামের বস্তায় লুকনো নিষিদ্ধ মাদক! তল্লাশি অভিযান চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। মালদহের কালিয়াচকের ঘটনা। নিষিদ্ধ কাশির সিরাপ এবং ফেনিসিডিন কলকাতা থেকে ত্রিপুরার আগরতলায় পাচার করা হচ্ছে, গোপন সূত্রে এমনই খবর আসে মালদহ জেলা পুলিশের কাছে। সেই খবর পেয়েই মালদহের কালিয়াচকের ১১ মেইল এলাকায় তল্লাশি অভিযান চালায় কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। আর তাতেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। যার বাজার মূল্য আনুমানিক ৪৬ লক্ষ টাকা হলেও কালো বাজারে এর দর প্রায় দেড় কোটির কাছাকাছি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অপু দাস নামে ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা এক যুবককে।

পুলিশ সূত্রে খবর, কলকাতা ট্রাক ভর্তি করা হয়েছিল নিষিদ্ধ মাদক দিয়ে। যা নিয়ে যাওয়া হচ্ছিল ত্রিপুরা। সেই মতো ট্রাক থামিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে চিনে বাদামের বস্তা, সাদা ডলোমাইটের বস্তা, একাধিক প্লাস্টিকের যার। তা থেকেই উদ্ধার করা হয় ২১ হাজার বোতল নিষিদ্ধ কাশির শিরাপ এবং ৪২৫ বোতল ফেনিসিডিন। ঘটনায় আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement