পানীয় জলে দূষণ! তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের 

ফিরহাদ হাকিম (File Photo: IANS)

কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে শশীশেস্ত্র সু রােড সহ একাধিক এলাকায় দূষিত পানীয় জল আসছে বলে অভিযোগ উঠছিল, পাশাপাশি এই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন এলাকাবাসী, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। 

খােদ মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুরে এমন একটি ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শােরগােল পড়েছে। এরপরই পুরসভার সরবরাহ করা পানীয় জল সুরক্ষিত কিনা, অবিলম্বে তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। 

তিনি জানান, ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন জল সরাহ বিভাগের ডিজি। সংশ্লিষ্ট এলাকার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানাে হয়েছে পরীক্ষাগারে। 


ফিরহাদ হাকিম আরও বলেন, বিষয়টি আধিকারিকদের দেখা উচিত ছিল। এই ধরনের ঘটনা সম্পর্কে সাধারণত কাউন্সিলাররা জানান। আমি আজ সকালে বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।