আজ থেকে রাজ্যে চালু ‘দুয়ারে রেশন’

নির্বাচনী প্রতিশ্রুতিমতো এবার থেকে ঘরে ঘরে পৌঁছে যাবে রেশন। আজ মঙ্গলবার থেকে চালু হয়ে যাচ্ছে ‘দুয়ারে রেশন প্রকল্প’। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্যু ছিল দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পের ঘোষণা অনুযায়ী রেশন নিতে এবার থেকে আর ডিলারের দোকানে গিয়ে লাইন দিতে হবে না।

রেশনের সামগ্রী পৌঁছে দেওয়া হবে প্রাপকদের বাড়িতে। যদিও দুয়ারে রেশন প্রকল্প ঘোষণার পরে বেশ কিছু জটিলতা তৈরি হয়। এই নিয়ে আদালতে গিয়েছিল রেশন ডিলারস অ্যাসোসিয়েশন। সেইসব জটিলতা কেটে গিয়েছে।

এখন থেকে ডিলারদের দোকান থেকে গ্রাহকরে বাড়িতেই রেশন পৌঁছে দেওয়ার জন্য জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাসিক রেশন নিয়ে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ থাকছে। সেই অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে খাদ্য দফতর।