প্রতিবেশীর সঙ্গে বিবাদ, ২ জনকে খুনের অভিযোগ

প্রতীকী চিত্র

প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে বড়দিনের সকালে প্রাণ হারালেন একই পরিবারের ২ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন আরও ৪ জন।
মৃতদের নাম যাদব সরকার (২২) ও মানব সরকার (৪৫)। তাঁদের বাড়ি কোচবিহারের মাথাভাঙার হাজরা হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকায়। এই সরকার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ প্রতিবেশী সিকদার পরিবারের। বড়দিনের সকালেও দুই পরিবারের সদস্যরা কোনও কারণে বিবাদে জড়িয়ে পড়েন।
ক্রমেই তা বিরাট আকার ধারন করে। সেই সময় সিকদার পরিবারের সদস্যরা আচমকা অস্ত্র নিয়ে সরকার পরিবারের উপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এলোপাথাড়িভাবে হামলা চালানো হয়। এই ঘটনায় যাদব সরকার, মানব সরকার সহ ৬ জন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে ছুটে আসনে অন্য প্রতিবেশীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা যাদব ও মানবকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কী নিয়ে অশান্তির জেরে এই নৃশংস ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ।