ঘরের মেঝে থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খণ্ডঘােষ ব্লকের বােয়াইচণডী গ্রামে, মৃত গৃহবধূর নাম শম্পা হাজরা বয়স ২১ বছর।
গৃহবধুর বাপের বাড়ি লােকজনের অভিযোগ শ্বশুরবাড়ির লােকজন তাদের মেয়েকে খুন করেছে এবং তারপর তারা বাড়ির মেঝেতে মৃতদেহটি ঢাকা দিয়ে শ্বশুরবাড়ির লােকজন বাড়ি থেকে পালিয়ে যায়, ঘটনার খবর পেয়ে খণ্ডঘােষ থানার পুলিশ বােয়াইচন্ডী গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
Advertisement
মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়, তবে ঠিক কিভাবে গৃহ্বধূর মৃত্যু হল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে খণ্ডঘােষ থানার পুলিশ।
Advertisement
Advertisement



