শহর দাপিয়ে বেড়ালেন তৃণমূল বিধায়ক এলাকার ভোটার নন, দিলীপ ঘোষকে বাধা

Kolkata: West Bengal BJP President Dilip Ghosh addresses a press conference, in Kolkata on Nov 20, 2020. (Photo: IANS)

খড়গপুরে নিজের বাংলোয় শনিবার রাতে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে ঢুকতে বাধা দেয় পুলিশ।

খড়গপুর পুর এলাকার ভোটার নন, এই কারণে তিনি ভোট চলাকালীন খড়গপুরে থাকতে পারবেন না জানানো হয় পুলিশের তরফে।

দিলীপবাবু বাংলোতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডেপুটি ম্যাজিস্ট্রেট তাকে নোটিশ দিয়ে একথা জানান। কমিশনের বক্তব্য এটা নির্বাচনীবিধি লঙ্ঘন।


দিলীপবাবুকে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা জানান ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট। কিন্তু অনুরোধ নস্যাৎ করে দিলাপবাবু রাত বাংলোতেই কাটান। রবিবার সারাদিন বাংলোতেই ছিলেন তিনি।

দিলীপবাবুকে কার্যত ‘গৃহবন্দী’ করা হলেও নির্বাচনের দিন দাপিয়ে সারা শহরে ঘুরে বেড়াতে দেখা যায় তৃণমূলের দাপুটে বিধায়ক নারায়ণগড়ের সূর্য অট্টকে।

বিভিন্ন ওয়ার্ডের ক্যাম্প অফিসে ঘুরে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় নির্দেশ দেন। এবারের পুর নির্বাচনে ৯, ১০, ১১, ১৪ ও ১৬ নং ওয়ার্ডের দায়িত্বে ছিলেন সূর্যবাবু।

এই প্রসঙ্গে বিজেপি নেতা তুষার মুখোপাধ্যায় বলেন, আমরা মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।

শনিবার খড়গপুরের খরিদায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহর নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করেন খড়গপুর গ্রামীণ বিধায়ক দীনেন রায়, খড়গপুর ১ নং ব্লকের তৃণমূল নেতা গোপাল খাটুয়া, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা। এরা কেউই খড়গপুর শহরের ভোটার নন।

শনিবার রাতে খড়গপুর শহরে জুড়ে ঘুরে বেড়াতে দেখা যায় শালবনির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতকে।