রোজগারের খোঁজে ভিনরাজ্যে গিয়ে মৃত্যু

প্রতীকী চিত্র

ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক শ্রমিকের। মৃতের নাম ষষ্ঠী মাহাতো (৩৮)। তিনি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভাট্টা এলাকার বাসিন্দা। ওড়িশায় নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

দীর্ঘ ১৬ বছর ধরে ভিন রাজ্যে হাড়ভাঙা পরিশ্রম করে পরিবারের ভরণপোষণ করতেন ষষ্ঠী মাহাতো। সংসারে ছিলেন স্ত্রী সোনালী মাহাতো এবং এক ছেলে ও এক মেয়ে। অভাবের তাড়নায় বছরের পর বছর বাড়ি থেকে দূরে থাকতে হলেও পরিবারের মুখে অন্ন জুটত তাঁর রোজগারেই। কিন্তু শেষরক্ষা হল না। স্বামীর অকালমৃত্যুর পর চরম অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী ও দুই সন্তান।

সোনালী মাহাতোর অভিযোগ, মৃত্যুর পর এখনও পর্যন্ত কোনও জনপ্রতিনিধি বা প্রশাসনিক আধিকারিক তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। জরাজীর্ণ ভগ্নপ্রায় ঘরেই তাঁদের বাস। সরকারি আবাস যোজনার তালিকায় নাম থাকলেও এখনও ঘর মেলেনি। এখন সন্তানদের পড়াশোনা ও দু’বেলা অন্ন জোগাড় করা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।