তবে বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এমপ্লয়মেন্ট ভিসা এবং বিজনেস ভিসা এখনও চালু রয়েছে। ফলে কর্মসূত্রে বা ব্যবসায়িক প্রয়োজনে ভারতীয়রা নির্দিষ্ট শর্তে বাংলাদেশে যেতে পারবেন। পাশাপাশি, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও ভিসা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কারণ, সাংবাদিকদের ভিসা বহুস্তরীয় যাচাইয়ের পর মঞ্জুর হয় এবং তাঁদের চলাফেরা ও অবস্থানের বিস্তারিত তথ্য প্রশাসনের কাছে থাকে, ফলে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ। কিন্তু সাধারণ পর্যটকদের ক্ষেত্রে সেই নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলেই ঢাকার দাবি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় থেকেই বাংলাদেশে অশান্তির সূচনা। শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস দায়িত্ব নিলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে অভিযোগ। সাম্প্রতিক কালে রাজনৈতিক হিংসা, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।