• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে হবে, জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের

এসআইআরের কারণে বিএলও-সহ যারা মারা গিয়েছেন জেলাশাসকদের তাদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মনোজ পন্থ

এসআইআর আবহে শনিবার নবান্নে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জেলাশাসকদের সঙ্গে এদিন প্রশাসনিক বৈঠকে সারেন তিনি। অন্য কাজের জন্য রাজ্যের উন্নয়নমূলক কাজে কোনও রকম খামতি রাখা যাবে না। এদিনের বৈঠকে তিনি স্পষ্ট করে দেন। এক্ষেত্রে তিনি ‘অন্য কাজ’ বলতে এসআইআর-এর কথা বলতে চেয়েছেন বলে অনেকেই মনে করছেন।

নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে মুখ্যসচিব বলেন, ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচিতে যে বিষয়গুলি এসেছে সেই কাজগুলি দ্রুত শেষ করে রিপোর্ট দিতে হবে।  ‘বাংলার বাড়ি’ প্রকল্পে সঠিকভাবে ন্যায্য উপভোক্তাদের তালিকা অনুযায়ী অতিরিক্ত নজর দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তাঁর নির্দেশ, গ্রামীণ রাস্তার কাজও ফেলে রাখা যাবে না।

Advertisement

এসআইআর শুরু হওয়ার পর থেকে রাজ্যে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। সাধারণ মানুষ থেকে একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনকে এসআইআর ইস্যুতে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের বৈঠকে বিএলও-দের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যসচিব। এসআইআরের কারণে বিএলও-সহ যারা মারা গিয়েছেন জেলাশাসকদের তাদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মনোজ পন্থ।

Advertisement

শনিবারই নদিয়ার কৃষ্ণনগরে সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন বিএলও রিঙ্কু তরফদার। এই ঘটনার কথা তুলে ধরে কমিশনকে বিঁধে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কত মৃত্যু হলে হুঁশ ফিরবে, প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘একজন মহিলা পার্শ্ব-শিক্ষিকার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরপর বিএলও মারা যাচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে ব্যবস্থা নিয়ে মানুষের জীবনরক্ষা করা।‘

বিএলও-দের উপর কাজের চাপ নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, ফলে চাপ থাকবেই। পাশের রাজ্য বিহারেও এসআইআর হয়েছে। এ রাজ্য পারবে না, এমন নয়।

 

Advertisement