নন্দীগ্রামে পরাজিত! সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: IANS)

প্রথমে খবর আসে নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কিছুক্ষণ বাদেই জানা যায়, শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নির্বাচনে কারচুপির অভিযােগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।’ 

মমতা বলেন, ‘আমরা দুশাের বেশি আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘােষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কী করে হয় জানি না। ওখানকার মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভােটগণনা যাতে রিভিউ করা হয়, সেই দাবি জানাব। দরকার হলে আদালতে যাব।’ 

অন্যদিকে, শুভেন্দুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, এখনও নন্দীগ্রামে গণনা শেষ হয়নি। অপরদিকে একুশের বাংলায় হ্যাটট্রিক করার পর কেন্দ্র সরকারকে রীতিমতাে হুশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সকল দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আর্জি জানাচ্ছি কেন্দ্র সরকারের কাছে, তা না দিলে গান্ধী মূর্তির সামনে অহিংস আন্দোলন করব’, জয়ের পর এ ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও বলেন, ‘এতটা পাব ভাবতেও পারিনি। খুব খুশি আমি। যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের ধন্যবাদ। আমার জেতার টার্গেট ছিল ২২১। কারও মুখে কোনও কথা মানায় না। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। কোভিড ঝড় সামলে নেব।’