কমছে মেট্রোর ট্রেন

কলকাতা মেট্রো (File Photo: IANS)

সম্প্রতি সুপ্রিম কোর্ট মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার কে লকডাউনের পরামর্শ দিয়েছে। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এবারে মেট্রোরেলের ট্রেনের সংখ্যা কমালাে এবং সময়সূচিতে পরিবর্তন আনলাে।

চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে জানা গেছে। আগে চলতাে ২৩৮ জোড়া ট্রেন। এবার চলবে ২১৬ জোড়া মেট্রো ট্রেন। সােম থেকে শুক্রবার নুতন সময়সূচিতে এই ট্রেন চলবে। তবে শনিবার ও চলবে ২১৬ জোড়া ট্রেন। ট্রেন সকাল সাড়ে ৭ টা থেকে যাতায়াত শুরু করবে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশনে রাত ৮ টা ৪৮ মিনিটে শেষ ট্রেন পাওয়া যাবে। দমদম থেকে কবি সুভাষ স্টেশন শেষ করে ট্রেন রাত ৯ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, সকালের ট্রেন সাড়ে সাতটায় বলে জানা গেছে।