মৃত ভোটার নিয়ে বাড়ছে বিতর্ক, স্বচ্ছতা বাড়াতে নতুন নির্দেশ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে মৃত ভোটারদের নাম নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে বিএলওদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা।কমিশন সূত্রে জানা গিয়েছে, মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটারদের তথ্য যাচাইয়ে এবার থেকে আরও কঠোর নজরদারি চালাতে হবে।

কোনও তথ্য বাদ বা যুক্ত করার আগে বাধ্যতামূলকভাবে বৈঠক করতে হবে বিএলএদের সঙ্গে। পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ‘রিজোলিউশন’ তৈরি করে বিএলএদের স্বাক্ষরসহ জমা দিতে হবে সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকের কাছে। একটি কপি রাখতে হবে বিএলওদের কাছেও। এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সব জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে।