কল্যাণী বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৫

কল্যাণী বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৫। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলেন আহত এক মহিলা। মৃত মহিলার নাম উজ্জ্বলা ভুঁইয়া (৩৮)। এর আগে বিস্ফোরণের দিন ঘটনাস্থলেই মারা যান ৪ জন।

গত শুক্রবার নদিয়ার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। কারখানায় তখন কাজ চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। বাজি কারখানায় আটকে পড়ে মৃত্যু হয় ৪ মহিলা শ্রমিকের। আহত হন আরও এক মহিলা শ্রমিক। আহত অবস্থায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বলা ভুঁইয়া নামে ওই মহিলা শ্রমিক।

বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। বিস্ফোরণের পর থেকেই সে বেপাত্তা ছিল। মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উজ্জ্বলা ভুঁইয়ার মৃত্যুর খবর শুনে বুধবার রাতে কল্যাণী জেএনএম হাসপাতালে ছুটে যান কল্যাণী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত চক্রবর্তী। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর থেকেই একেবারে থমথমে রয়েছে কল্যাণী।