কন্টেনারের ধাক্কায় মৃত্যু

কন্টানারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির  সাতগেছিয়া- মেমারি  রোডে। বাজার করে ফেরার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম সুশীল কুমার শর্মা । উত্তরপ্রদেশে তাঁর বাড়ি। তিনি স্থানীয় একটি স্টোরে  কাজ করতেন বলে জানা গিয়েছে।
পুলিশ গাড়িটিকে আটক করেছে। জানা গেছে ওই ব্যাক্তি রাস্তা দিয়ে যাবার সময় দ্রুত গতিতে আসা একটি কন্টেনার তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।  মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।