শুক্রবার সকালে পাথরপ্রতিমার শ্রীধর নগরে গ্রামের পুকুরে স্নান করতে নেমে জনৈকা গৃহবধূ কুমীর দেখতে পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বনদফতরকে খবর দেওয়া হলে বন কর্মীরা নানা ভাবে জলে তল্লাশি চালালেও কুমীর এর দেখা মেলে না। সকলে ভাবেন গৃধূ ভুল দেখেছেন। গৃধূ জোর দিয়ে জানান, তিনি সত্যিই কুমীর দেখেছেন।
Advertisement
এরপর পুকুরের জল পাম্প দিয়ে তুলে ফেলে দেখা যায় কাদার মধ্যে মুখ গুজে পাঁচ ফুটের পেল্লাই বড়াে কুমীর। কুমীর দেখতে ভিড় করে গ্রামবাসীরা। শেষ পর্যন্ত কুমীর টিকে ধরে নিয়ে যান বনদফতরের কর্মীরা। আপাতত কুমীরটি ভগবতপুর কুমীর প্রকল্পে নিয়ে যাওয়া হবে। কুমীরের স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়া হবে সুন্দরবনের নদীতে।
Advertisement
Advertisement



