• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

নির্ভুল ভোটার তালিকার দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের

‘প্রতিটি নির্বাচনের আগে নানা অজুহাতে মানুষকে ভয় দেখানো হয়। এবার এসআইআর নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।‘

মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন। আর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এবার সরব হল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোমবার বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে নানা অজুহাতে মানুষকে ভয় দেখানো হয়। এবার এসআইআর নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।‘

নির্বাচন কমিশনকে নিশানা করে মহম্মদ সেলিম বলেন, ‘কমিশন কীভাবে রাজ্যগুলিকে বেছে নিচ্ছে, তার যুক্তি স্পষ্ট নয়।‘ তিনি অভিযোগের সুরে বলেন, ‘ভোটের আগে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। গুন্ডাদের ব্যবহার করে ভোটাধিকারের উপর আক্রমণ নামানো হচ্ছে।‘ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও এদিন তোপ দাগেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Advertisement

বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে নিশানা করে বাম নেতৃত্বের অভিযোগ, দুই দলই চায় ‘মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকুক।‘ তাহলে নির্বাচনী কারচুপি করার সুযোগ থাকবে। সেলিম জানান, ‘আমাদের একটাই দাবি—নির্ভুল ভোটার তালিকা। ভোটের গণতান্ত্রিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা নিশ্চিত করতে হবে কমিশনকেই।’ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ‘সঠিক ভোটার তালিকা চাই’ দাবি তুলে অভিযানে নেমেছে বামেরা, সেকথাও জানাতে ভোলেননি সেলিম।

Advertisement

 

Advertisement