মেন্স কংগ্রেস কমিটির ক্ষমতা কাড়ল আদালত

কলকাতা হাইকোর্ট (File Photo: iStock)

দক্ষিণ-পূর্ব রেল মেন্স কংগ্রেসের কমিটির ক্ষমতা কেড়ে নিল  আদালত। ইউনিয়নের সংবিধান অনুযায়ী, কমিটি দু’বছরের জন্য নির্বাচিত হবে এবং কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তি পদাধিকারী থাকতে পারবে না।

কিন্তু করােনা পরিস্থিতির দোহাই দিয়ে পুরনাে কমিটি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরােধিতা করে আলিপুর আদালতে মামলা করেন মেন্স কংগ্রেসেরই কয়েকজন সদস্য।

আলিপুর আদালতের বিচারক রায় দিয়েছেন, ইউনিয়নের সংবিধান খতিয়ে দেখে তারা বুঝেছেন মেন্স কংগ্রেসের নতুন কার্যকরী কমিটি অবৈধ। আজকের রায়ের পর তাদের কোনও ক্ষমতা রইল। নতুনভাবে নির্বাচন করে নতুন কমিটি তৈরি করতে হবে।


পুরনাে কমিটির কাজকর্মের উপর এই স্থগিতাদেশ ৩ ডিসেম্বর অবধি বলবত থাকবে। এই রায়ের ফলে মেন্স কংগ্রেসের সাধারণ সম্পাদক এস আর মিশ্র তার গদি হারালেন। দক্ষিণ-পূর্ব রেল মেন্স কংগ্রেসের সংগঠনের উপর এটা একটা জোরালাে ধাক্কা বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা। এর ফলে সংগঠনের বিশ্বাসযােগ্যতাও নষ্ট হল।