বঙ্গে বাড়ছে করােনা, একদিনে আক্রান্ত ৩৬৪৮ 

প্রতীকী ছবি (File Photo: AFP)

একদিকে ভােটের কারণে রাজনৈতিক অশান্তি যেমন উদ্বেগে রেখেছে রাজ্যবাসীকে, ঠিক একই ভাবে করােনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় রক্তচাপ বাড়াচ্ছে আমজনতার।

যদিও উদ্বেগ বাড়লেও মানুষের মধ্যে কতটা হুঁশ ফিরেছে বা আদৌ ফিরেছে কিনা, তা নিয়ে যথেষ্ট বিতর্কের অকাশ রয়েছে। 

নির্বাচনী প্রচারগুলিতে উপচে পড়া ভিড় এবং সেই সঙ্গে সামাজিক দূরত্ব মানার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে আগামী দিন আরও বেশি উদ্বেগের হতে চলেছে, তা হলফ করে বলা যেতেই পারে। 


স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে করােনা আক্রান্তের সংখ্যা। একদিনের নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬৪৮ জন। যদিও বৃহস্পতিবার এই সংখ্যা ছিল প্রায় ২৮০০। 

গত ২৪ ঘণ্টায় করােনার ছােবলে মৃত্যু হয়েছে ৮ জনের। সংক্রমণের হারে সবচেয়ে শীর্ষে রয়েছে কলকাতা। এখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৭৫ জন।