আগে দুয়ারে গঙ্গা সামলান : শুভেন্দু

কলকাতায় জল জমার কারণ নিয়ে সেচ দফতরের কাজকে নিশানা বানিয়েছিলেন ফিরহাদ হাকিম। রবিবার তার পাল্টা দিলেন বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Written by SNS Kolkata | June 21, 2021 8:02 pm

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

কলকাতায় জল জমার কারণ নিয়ে সেচ দফতরের কাজকে নিশানা বানিয়েছিলেন ফিরহাদ হাকিম। রবিবার তার পাল্টা দিলেন বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘দুয়ারে গঙ্গা’, দুয়ারে বন্যা আগে সামাল দিন।

ফিরহাদ সম্প্রতি বলেছিলেন কলকাতার পুরসভার তরফে গত মন্ত্রিসভায় থাকার সময় সেচ দফতরকে বার কলকাতা সংলগ্ন খালগুলির একটি তালিকা তৈরি করে সংস্কারের জন্য বলেছিলাম। কিন্তু মন্ত্রী মশাই দু একটি জায়গায় লােক পাঠিয়ে পরিদর্শন করান।

কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এদিন শুভেন্দু অধিকারী তার পাল্টা দিলেন। টানা বৃষ্টির জেরে অনেক জায়গা জলমগ্ন হয়েছে। এই ইস্যুকে হাতিয়ার করে ফিরহাদকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, আগে ওকে বলুন কলকাতা শহরে জমে থাকা জল বের করতে। আগে জল কিভাবে বের হবে সেটা ঠিক হােক।

এখনতাে দুয়ারে গঙ্গা, দুয়ারে বন্যা চলছে। এত কথা না বলে আগে জল বের করুন। আমফানের সময় কি হয়েছিল তা আমরা দেখেছি। এখন কথা না বলে দুয়ারে গঙ্গা সামাল দিন।